

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত দশ মাসে রংপুর রিজিয়নের আওতাধীন বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সাতটি আগ্নেয়াস্ত্র ও ভারতীয় জাল রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১২ নভেম্বর) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) আয়োজিত কাজী নজরুল ইসলাম হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।
তিনি জানান, অভিযানে ৯১ হাজার ৩৪১ বোতল ফেনসিডিল, মদ ও সিরাপ, ১৭ লাখ ১১ হাজার ৯৬৪টি ট্যাপেন্টাডল ও মেটাডক্সিন ট্যাবলেট, ১৪ হাজার ১৯১ কেজি গাঁজা, হেরোইন ও কোকেন, ২৬ হাজার ১১৫ পিস ইয়াবা এবং ৮৭ হাজার ১০৭টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ছাড়া ৭টি আগ্নেয়াস্ত্র, ৩৩ হাজার ১০৬ রাউন্ড গোলাবারুদ, ১৩৯টি ককটেল ও পেট্রল বোমা, ২ হাজার ৩৯৬টি গবাদিপশু, ৬৮০ গ্রাম স্বর্ণ, ১ ভরি রুপা, ভারতীয় শাড়ি-শার্ট-প্যান্ট ১১ হাজার ২৮৫ পিস, থান কাপড় ১৩৮ গজ, কষ্টিপাথর ১৫টি, চা পাতা ও চিনি ৩ হাজার ৯৩০ কেজি, ১৯৭টি মোটরসাইকেল, ১ হাজার ৩০৭টি মোবাইল ফোন, ১২ হাজার ৪৬০ প্যাকেট চকলেট ও বাজি, ৪টি ইঞ্জিনচালিত নৌকা, ১ লাখ ৫ হাজার ভারতীয় জাল রুপি এবং ৭৪৪টি কারেন্ট জাল জব্দ করা হয়।
লে. কর্নেল তানজীর আহম্মদ আরও জানান, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি বিজিবি মানবপাচার, জাল টাকা প্রতিরোধ, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে।
মন্তব্য করুন