বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে পুলিশ সুপারের বাস ভবনে আগুন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
মেহেরপুরে পুলিশ সুপারের বাস ভবনে আগুন
expand
মেহেরপুরে পুলিশ সুপারের বাস ভবনে আগুন

মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসি থেকে সট সার্কিট হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আজ বুধবার বিকাল সাড়ে চার টার পর হঠাৎ করে পুলিশ সুপারের সরকারি বাসভবনের ২য় তলার একটি রুমে আগুন দেখা যায়। তাৎক্ষণিক ভাবে বাস ভবনে থাকা পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এসময় ভবনের ২য় তলায় থাকা বিভিন্ন জিনিস পত্র আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এসির বিদ্যুতি লাইন থেকে সট সার্কেট হয়ে আগুনের সূত্রপাতের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ডিএডি সাকরিয়া হায়দার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করি। আধাঘন্টার মধ্যে আগুন পুরো নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। প্রার্থমিক ভাবে ধারনা করা হচ্ছে এয়ারকন্ডিশন এসির বৈদ্যুতিক সংযোগের কাছ থেকেই আগুনের সূত্রপাত ।

অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সহ উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মেজবাউদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় পুলিশ সুপার স্যার অফিসে ছিলেন।

বাসায় কেউ না থাকায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে উপরের তলায় বেশিরভাগ জিনিস আগুনে পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ সুপারের বাস ভবনের সামনে পথচারী ও স্থানীয়রা সহ উচ্চুক জনতা ভিড় জমে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন