বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ‘লীগ হলো একটি সন্ত্রাসী দল: সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 
expand
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

আওয়ামীলীগ হল একটি সন্ত্রাসী দল ও জ্বালাও পোলাও দল জনগণ তাদেরকে কখনো মেনে নিতে পারে না তাদেরকে প্রত্যাহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে শ্রীনগর উপজেলা বাঘড়ায় বিভিন্ন বাজারে বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু আরও বলেন, ১৩ নভেম্বর কে কেন্দ্র করে কোন অরজগতা করলে তা স্থানীয় জনগণদের সাথে নিয়ে তা মোকাবেলা করা হবে। তিনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য সবাইকে মাঠে থাকার জন্য অনুরোধ জানান। পরে তিনি উপজেলা জমজম মার্কেট সামনে পথসভায় বক্তব্য রাখেন।

সে সময় তার সাথে উপস্তিত ছিলেন বিএনপি মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মমিন আলী, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল, সেলিনা আক্তার বিনা, উপজেলা যুবদলের আহ্বায়ক সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ সাথে ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন