বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সবুজ পৃথিবীর অঙ্গীকারে কিশোরীদের ‘জিরো কার্বন’ উদ্যোগ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
ব্যতিক্রমী উদ্যোগ নেয়া নেত্রকোণার একদল কিশোরী
expand
ব্যতিক্রমী উদ্যোগ নেয়া নেত্রকোণার একদল কিশোরী

সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেত্রকোণার একদল কিশোরী। নবজাতক জন্ম নিলেই তারা গাছের চারা হাতে হাজির হয় শিশুর বাড়িতে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছ। গাছের চারা উপহার দিয়ে নবজাতককে স্বাগত জানানোই তাদের অনন্য আয়োজন একটি শিশুর পৃথিবীতে আগমন যেন হয় ‘জিরো কার্বন’ দিয়ে।

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের ১৫ জন কিশোরী মিলে সাত বছর আগে গড়ে তোলে ‘অগ্রযাত্রা কিশোরী সংগঠন’। তারা নিয়মিতভাবে নবজাতক ও গর্ভবতী নারীদের জন্য কাজ করছে নিজেদের উদ্যোগে ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায়।

এই ধারাবাহিকতায় আজ বুধবার (১২ নভেম্বর) ফচিকা গ্রামে একসঙ্গে পাঁচ নবজাতক ও সাত গর্ভবতী মাকে শুভেচ্ছা ও পুষ্টিকর খাবার প্রদান করে সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান এবং গ্রামের নারী-পুরুষ।

সংগঠনের সদস্যরা শুধু গাছের চারা উপহারই নয়, গর্ভবতী মায়েদের হাতে তুলে দেন এক মাসের পুষ্টিকর খাদ্যসামগ্রী—ডিম, কলা, পেয়ারা, লেবু ও দেশীয় শাকসবজি। এছাড়া তারা অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ওজন মাপা এবং কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে উৎসাহিত করেন।

অগ্রযাত্রা কিশোরী সংগঠনের সভাপতি বিথী আকতার বলেন, “আমরা বিশ্বাস করি, একটি সবুজ সুন্দর সমাজ গড়তে শিশুর যত্ন নিতে হবে মায়ের গর্ভ থেকেই। নবজাতকের জন্য যে গাছ আমরা দিই, তা একদিন তাদের সম্পদে পরিণত হবে।”

প্রধান অতিথি ইউএনও আসমা বিনতে রফিক বলেন, অগ্রযাত্রা কিশোরীদের উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। বয়সে ছোট হলেও তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় বার্তা দিচ্ছে। এই সাহসী কিশোরীদের আমরা সবাই স্যালুট জানাই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি বিথী আকতার ও বারসিক কর্মকর্তা খাদিজা আকতার লিটা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন