

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পংকজ রায় (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া আলিম মাদ্রাসার সামনে একটি মুদি দোকানের বরান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পংকজ পাশ^বর্তী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত উত্তম কুমারের ছেলে।
পংকজ রায়ের বড় ভাই কৃষ্ণ চন্দ্র রায় জানান, পংকজ মানসিক ভারসাম্যহীন মানুষ। মাঝে মাঝেই সে নিখোঁজ হয়ে যেত আবার বাড়িতে ফিরে আসতো। গত কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে সকালে পুলিশ বাড়িতে ফোন করে তার মৃত্যুর বিষয়টি জানায়।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পংকজ ভারসাম্যহীন ও ভবঘুড়ে ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় উইডি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন