বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১৫ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা
expand
গ্রেপ্তারকৃত আসামিরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী হত্যা মামলা ও হত্যা চেষ্টা মামলার আসামিসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামিরা হলেন, সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার মৃত আবুল কালামের ছেলে মো: রবিন (৩৫), চৌধুরীবাড়ি এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে জিয়াউল হক জিয়া (৪৫), সুমিলপাড়া এলাকার মো: দীন ইসলামের ছেলে মো: ভোলা (৫৪), ও মিজমিজি উত্তরপাড়া এলাকার মো: আক্তারুজ্জামানের ছেলে মো: মাঈনুদ্দিন (২৪)।

এদিকে গ্রেপ্তারকৃত আরও ১১ জনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিলো বলে জানান ওসি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মো: রবিন ও জিয়াউল হক জিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি এবং মো: ভোলা ও মো: মাঈনুদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে। গ্রেফতার সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন