বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: এনপিবি
expand
নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: এনপিবি

দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নেত্রকোণায় উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মিনার মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে আইডিইবি নেত্রকোণা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইডিইবি নেত্রকোনা জেলা শাখার সভাপতি এস. এম. মুসা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাদেক খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, জাতীয় অগ্রযাত্রায় প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।

অনুষ্ঠানে জেলা আইডিইবির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রকৌশল পেশার সঙ্গে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন