বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: এনপিবি
expand
হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: এনপিবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শ্বশুরবাড়ি থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার খিশাকুড়ি বাঘবের গ্রামের উমেদ আলীর ছেলে রতন মিয়া (৩৫) ও তাঁর মেয়ে নুরিয়া খাতুন (৭)।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে শ্বশুরবাড়ি বেড়াতে যান রতন মিয়া।

বুধবার ভোরে পরিবারের লোকজন ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় রতন ও তাঁর মেয়ের মরদেহ দেখতে পান। একই ঘর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় রতনের স্ত্রী জুলেখা খাতুনকে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হালুয়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

ওসি বলেন, “প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত রতনের শ্বশুর দুলাল মিয়া ও তাঁর স্ত্রীকে থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি।

বাবা-মেয়ের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন শতাধিক স্থানীয় উৎসুক মানুষজন ও আত্মীয়স্বজনরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন