বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘সড়কে আগুন দেওয়া’ সাবেক ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
শরীরে আগুন নিয়ে ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি
expand
শরীরে আগুন নিয়ে ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুসারে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের প্রমাণিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এতে আরও জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশে অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের শহীদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিএনপি মনোনয়ন বণ্টনকে ঘিরে বিক্ষোভের সময় শহীদুল ইসলাম শহীদের শরীরে আগুন ধরে যায়।

ঘটনাস্থলে বিএনপির রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনয়ন বাতিলের দাবিতে দলের একাংশের নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে প্রতিবাদ করছিলেন।

সেই সময় রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ওই বিক্ষোভে অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি ছিলেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক।

আর রাজশাহী-৩ আসনে বিএনপির আনুষ্ঠানিক মনোনয়ন পান দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন বণ্টন নিয়ে উত্তেজনার মধ্যেই শহীদের এমন কর্মকাণ্ডকে কেন্দ্রীয় নেতৃত্ব ‘দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণকারী এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ’ হিসেবে বিবেচনা করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন