

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিয়ানমারে বিপুল পরিমাণ খাদ্যপণ্য পাচারের সময় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে ১৫ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় পাচারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার ও ৫২০ বস্তা আলু জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি চক্র বাংলাদেশ থেকে খাদ্যপণ্য পাচার করে মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ মাদকদ্রব্য দেশে আনবে।
এমন তথ্যে কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫২০ বস্তা আলু এবং প্রায় ৫ লাখ ২০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।
এসময় ১৫ জন পাচারকারীকে আটক এবং ট্রলারটি জব্দ করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত পণ্য, ট্রলার এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি বলেন,মাদক ও চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন