মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী দাবিতে রাজবাড়ী-২ আসনে তরুণ নেতার আমরণ অনশন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অনশনকারী নেতা রিয়াজুল ইসলাম
expand
অনশনকারী নেতা রিয়াজুল ইসলাম

রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের এক তরুণ নেতা।

গতকাল সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি এ অনশন শুরু করেন।

অনশনকারী ওই নেতা রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম। তিনি পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামের উকিল প্রামানিকের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

রিয়াজুল ইসলাম বর্তমানে পাংশা পুরাতন বাজার দরগাতলায় হযরত শাহজুঁই (রহ.) মাজার শরীফের সামনে অনশন অবস্থায় রয়েছেন। এসময় সেখানে গিয়ে দেখা যায়, কৌতূহলী জনতা তাকে দেখতে ভিড় জমিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে। তবে রাজবাড়ী-২ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এই আসনে কোনো জোট নয়, আমি ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবি জানাচ্ছি। ধানের শীষের প্রার্থী না দেওয়া পর্যন্ত আমি আমার এই অনশন চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “আমরা এই আসনে কোনো জোট চাই না। রাজবাড়ী-২ আসনে কোনো আওয়ামী দোষরকে দেখতে চাই না। জনগণ ধানের শীষের প্রার্থীকেই চায়।”

উল্লেখ্য, বিএনপি ঘোষিত ২৩৭টি আসনের বাইরে এখনো ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করা বাকি রয়েছে, যার মধ্যে রাজবাড়ী-২ আসনও একটি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে রিয়াজুল ইসলামের এই আমরণ অনশন নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন