

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি করেছে উপজেলা বসুন্ধরা শুভসংঘ।
সোমবার (১০ নভেম্বর) ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ-সংলগ্ন ফল মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বসুন্ধরা শুভসংঘ ভালুকা উপজেলা শাখার উপদেষ্টা মোখলেছুর রহমান মনির, এ আর এম শামছুর রহমান, রফিকুল ইসলাম রফিক, বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা মো. আসাদুজ্জামান সুমন, শুভসংঘ ভালুকা শাখার সভাপতি জাহিদুল ইসলাম সুবিন, সাধারণ সম্পাদক আফজাল ফাহিম খান এজাজ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জিনু, অর্থ সম্পাদক সানোয়ার শান্ত, কার্যকরী সদস্য প্রসেনজিৎ, প্রান্ত, বিজন, ইবনে মাসুদ, ব্যবসায়ী কামাল, কালবেলা ভালুকা উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সুমন ও বার্তা বাজার ভালুকা প্রতিনিধি রোমান আহমেদ নকিবসহ আরও অনেকেই।
কর্মসূচিতে বক্তারা ভেজাল খাদ্যের ভয়াবহতা তুলে ধরেন, ভেজালকারীদের কঠোর শাস্তি, সামাজিকভাবে বয়কট করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন