

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (পাবনা সদর) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র তুলেছেন পিএইচডি গবেষক আলম মো. রওশন।
তিনি বর্তমানে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (IIUM)-এ পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত। পাশাপাশি তিনি এনসিপির মালয়েশিয়া শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলটির পাবনা জেলা কমিটির কার্যক্রমেও সক্রিয়ভাবে কাজ করছেন।
আলম মো. রওশন পাবনার টেবুনিয়া ওয়াছিম পাঠশালা থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিএসসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ইনফরমেশন সিকিউরিটি সিস্টেম বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি তিনি এলাকায় নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত।
রাজনীতিতে তার আগ্রহ এসেছে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি থেকে। তিনি বিশ্বাস করেন, পুরোনো ধ্যানধারণা ও বিভক্ত রাজনীতির দিন শেষ। নতুন বন্দোবস্তের রাজনীতি তৈরি করতে হবে, যেখানে তরুণ ও প্রবীণ একসাথে পরিবর্তনের পথে হাঁটবে।
এনসিপির লক্ষ্য নিয়েও তিনি আশাবাদী। তার ভাষায়, এই দল শুধু তরুণদের নয়, সব বয়সের মানুষকে নতুন ভাবনায়, নতুন উদ্দীপনায় জাগিয়ে তুলছে। এই যে সকল বয়সের মানুষকে তরুণে পরিণত করা, এটাই এনসিপির সার্থকতা, এখানেই এনসিপির বিজয়। খুব শিগগিরই এনসিপি পৌঁছাবে সেই সোনালি ভোরে, যেই ভোরে কেবল শাপলা ফোটে।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে আলম মো. রওশন বলেন, “আমি সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন আমার নেক আশা পূরণ করেন এবং আমি যেন নবীন ও প্রবীণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারি।”
মন্তব্য করুন
