

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় পানচাষী স্বপন মৃধা।
সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তার পানের বরজে প্রবেশ করে শত শত লতা কেটে নষ্ট করে দেয়।
ক্ষতিগ্রস্ত স্বপন মৃধা জানান, দীর্ঘদিন ধরে তিনি পানের চাষ করে জীবিকা নির্বাহ করছেন। তার প্রায় ২০ শতাংশ জমির বরজে নিয়মিত পানি দেওয়া, সার প্রয়োগ ও পরিচর্যার মাধ্যমে উৎপাদন করতেন। কিন্তু সোমবার রাতে দুর্বৃত্তরা বরজে ঢুকে লতা কেটে মাটিতে ফেলে রেখে যায়। সকালে গিয়ে দেখতে পান বরজের প্রায় দুই-তৃতীয়াংশ অংশই ধ্বংস হয়ে গেছে। এতে তার অন্তত এক লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এটা আমার জীবিকার একমাত্র অবলম্বন। রাতের আঁধারে কারা এমন নৃশংস কাজ করল বুঝতে পারছি না। মুহূর্তেই সব শেষ হয়ে গেল।
স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুরো বরজের অধিকাংশ লতা কেটে ফেলা হয়েছে। এমন নির্মম ঘটনা আমরা আগে দেখিনি।
এ ঘটনায় স্থানীয় চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আশঙ্কা করছেন, একইভাবে অন্য চাষিদের বরজেও হামলা হতে পারে। তাই দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বরগুনার আমতলী উপজেলার কুকুয়া, চাওড়া ও গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবার পানের চাষের ওপর নির্ভরশীল। পানের বরজ ধ্বংসের এ ধরনের ঘটনা স্থানীয় কৃষকদের জীবিকা অনিশ্চিত করে তুলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন