মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ি থেকে সুস্থ অবস্থায় কর্মস্থলে আসলেও মাইক্রোবাস চাপায় ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
মাইক্রোবাস চাপায় ফিরলেন লাশ হয়ে
expand
মাইক্রোবাস চাপায় ফিরলেন লাশ হয়ে

নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় নজু আলি (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্য রাত প্রায় সারে ৩ টার দিকে ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা টি ঘটে।

নিহত নজু আলী সদর উপজেলার আকচা ইউনিয়নের হরিহরপুর হাজীপাড়া এলাকার মৃত তোতামিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, সদরের লক্ষীপুর এলাকায় মধ্য রাতে একটি মাইক্রোবাসের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ারে আলম খান জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন