

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে স্বামীর বাড়িতে তিন মাসের অন্তঃসত্ত্বা এক কলেজছাত্রী অনশন করছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের মনির উদ্দিন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর সরকারি কলেজের একই শ্রেণির ছাত্র মেহেদী হাসান মৃদুলের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেন। কিন্তু বিষয়টি জানাজানি হলে মৃদুলের পরিবার বিয়ে স্বীকার করতে অস্বীকৃতি জানায়।
ছাত্রীর অভিযোগ, জুন মাসের ১৯ তারিখে তারা বিয়ে করে। মৃদুল তাকে বলেছিল পরিবার বিয়ের কথা জানলে তাকে গুম করে ফেলতে পারে। তাই কোনোদিন তার মোবাইল বন্ধ পেলে যেন সরাসরি বাড়িতে চলে আসে। সে অনুযায়ী ফোন বন্ধ পেয়ে মঙ্গলবার সকালে তিনি স্বামীর বাড়িতে যান। তখন তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।
তিনি জানান, আমাকে দেখে মৃদুলের মা ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যান। তারা আমাকে মেনে না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না, কিছুই খাব না। আমি আমার স্বামীর ঘরে স্ত্রীর অধিকার চাই।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে স্থানীয়রা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
অভিযোগের বিষয়ে মৃদুলের পিতা আয়াতুল্লাহ বলেন, স্থানীয়ভাবে আড়াই লাখ টাকায় বিষয়টি মীমাংসার চেষ্টা হয়েছিল। কিন্তু মেয়ে আবার বাড়িতে এসে অনশন করছে কেন, বুঝতে পারছি না। আমার ছেলে কোথায় আছে তাও জানি না।
চরপাতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। প্রশাসনের সঙ্গে আলোচনা করে উভয় পরিবারকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হবে।
মন্তব্য করুন