মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে নাশকতার প্রস্তুতিকালে আ.লীগের গ্রেপ্তার ৬১

‎ ‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
দিনাজপুরে নাশকতার প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬১
expand
দিনাজপুরে নাশকতার প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬১

দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে ৬১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

গত ১২ ঘণ্টায় জেলার পার্বতীপুর, ফুলবাড়ি, চিরিরবন্দর, কোতয়ালী থানা, বীরগঞ্জ, খানসামা, বিরল ও ঘোড়াঘাট উপজেলা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

‎আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দিনাজপুর জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ‎ ‎ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুর জেলা পুলিশ গত ১২ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ‎ ‎এছাড়াও মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি ও পূর্বের মামলার অভিযুক্ত মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন