মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
হবিগঞ্জ সদর থানা ছাত্রদল বিক্ষোভ মিছিল
expand
হবিগঞ্জ সদর থানা ছাত্রদল বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে হবিগঞ্জ সদর থানা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আগামী ১৩ নভেম্বর ঢাকায় ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিরোধে সোমবার (১০ নভেম্বর) রাত ৭টায় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা লকডাউন প্রচারণায় জড়িত আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

মিছিলে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ উজ্জল খান,

এবং পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ রাসেল।

বিক্ষোভে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন