

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফুল আলম খানকে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউন ক্লাব সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক আশরাফুল আলম খান জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার উদ্যোগে শহরের মধ্য দিয়ে প্রবাহিত মৃতপ্রায় ভারানি খাল খননের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে, যা দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে ভূমিকা রেখেছে।
বক্তারা আরও বলেন, জেলা প্রশাসকের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও বেকুটিয়া সেতুর নিচের সৌন্দর্যবর্ধন, প্রবীণ পার্ক নির্মাণ, সিগনেচার সড়ক তৈরিসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ফলে জেলা শহর আজ একটি আধুনিক ও সুন্দর রূপ পাচ্ছে।
এর আগে গত ৮ নভেম্বর (শনিবার) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই তালিকায় পিরোজপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ-এর নাম অন্তর্ভুক্ত করা হয়।
বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান-কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর পিরোজপুরের ডিসি হিসেবে যোগদান করেন।
স্থানীয়রা বলেন, “তিনি সৎ, উন্নয়নমনস্ক ও জনগণের কাছে সহজপ্রাপ্য একজন প্রশাসক। আমরা চাই তিনি এখানেই থেকে পিরোজপুরের চলমান উন্নয়ন কাজগুলো সম্পন্ন করুন।”
মন্তব্য করুন