

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এক তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গত শনিবার রাতে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার মূল আসামি মো. শফিক (২৪) ও দ্বিতীয় আসামি রাশেদ (২২) কে সোমবার রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে গুলশান-১ এর ১৩৭ নম্বর সড়কের এমএস গ্রুপের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার তথ্য সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর পরিবারের আর্থিক অনটনের কারণে তার মা বিদেশে যাওয়ার আগে অভিযুক্তদের একজনের কাছ থেকে টাকা ধার নেন। টাকা পরিশোধের পরও অভিযুক্ত ব্যক্তি দলিল ফেরত না দিয়ে তালবাহানা করছিলেন।
গত শুক্রবার দলিল ফেরত দেওয়ার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীকে সিদ্ধিরগঞ্জে ডেকে নেন। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীকে সাইনবোর্ড এলাকায় নামিয়ে পালিয়ে যায়।
মন্তব্য করুন