

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলায় সেনাবাহিনীর অভিযানে ১২২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর সেনা ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মারিয়া (১৯) নামের এক তরুণীকে আটক করা হয়। সে শিমুলতলা গ্রামের আফজাল হোসেনের কন্যা। তার কাছ থেকে ১২২ পিস ইয়াবা, ৯টি মোবাইল ফোন ও ২৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মারিয়া মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়ভাবে সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চুনারুঘাটে মাদকবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী হবে।
মন্তব্য করুন