সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ১৫০ বিঘা জমি দখল করে মিথ্যা মামলা, গ্রামবাসীর মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
পঞ্চগড়ের গ্রামবাসীর মানববন্ধন
expand
পঞ্চগড়ের গ্রামবাসীর মানববন্ধন

পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় আবু তাহের ঢাকাইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ও সন্ত্রাসী কায়দায় স্থানীয়দের ১৫০ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে।

এ অভিযোগে সোমবার (১০ নভেম্বর) বিকেলে আমতলা কাজীপাড়া বাজারে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ২০০৩ সাল থেকে আবু তাহের অসাধু উপায়ে নানাভাবে জালিয়াতি করে এলাকার প্রায় ১৫০ বিঘা জমি দখল করে রেখেছেন। জমির প্রকৃত মালিকরা প্রতিবাদ করলে তাদেরকে হুমকি-ধমকি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। একাধিকবার গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আবু তাহের তা মানেননি। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেও সমাধানের চেষ্টা ব্যর্থ হয়েছে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার ও আবু তাহেরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, মিথ্যা মামলায় হয়রানির শিকার আক্তারুজ্জামান আক্তার, এজামদ্দীন এজাম, উসমান, মুর্শেদা বেগম, ছালেয়া খাতুন, আসিমা বেগম প্রমুখ। বক্তারা বলেন, আমরা ন্যায়বিচার চাই, আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষার দাবি জানাই। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন