সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে বিএনপির বিক্ষোভ মিছিল 

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
টেকনাফে বিএনপির বিক্ষোভ মিছিল 
expand
টেকনাফে বিএনপির বিক্ষোভ মিছিল 

ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি। সোমবার (১০ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন ঝর্ণা চত্বর মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু, উপজেলা বিএনপির নেতা এড. সেলিমুল মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম, জেলা বিএনপির সদস্য মো. আব্দুল্লাহ, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ এনামুল হাসান, সহ-সভাপতি ছৈয়দ আলম, সহ-সভাপতি হাজী সৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. তাহের, সাংগঠনিক সম্পাদক মো. জালাল, সদর যুবদলের আহ্বায়ক মো. রফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা শামীম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ সাগর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিশ্বাসী।বক্তারা গতকালের আগুন মিছিল প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন,“আগুন মিছিলের সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। এটি বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে বিতর্কিত করার একটি সরকারি কৌশল।”

তাঁরা আগামী ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।বিক্ষোভ মিছিল ও সমাবেশে টেকনাফ পৌরসভা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল চলাকালে “গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ঐক্যবদ্ধ হোন”, “ভোটাধিকার চাই”, “দমন নয়, গণঅধিকার চাই” ইত্যাদি শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন