সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আহত সামিরা দোলাকে দেখতে গেলেন বিএনপি নেতা আবুল কালাম

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
মো. আবুল কালাম
expand
মো. আবুল কালাম

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলাসহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম।

সোমবার (১০ নভেম্বর) সকালে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

আবুল কালাম আহত সামিরা আজিম দোলা ও অন্যান্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমিরসহ দক্ষিণ জেলা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এর আগে রবিবার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত ৩৫ জন আহত হন।ঘটনার পরদিন সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী ও দলের শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এক ভিডিও বার্তায় হামলার নিন্দা জানান।

তিনি বলেন, এটি নির্বাচন বানচাল করার একটি ষড়যন্ত্র। তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, ষড়যন্ত্রকারীদের ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন