

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির প্রধান দরজায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (৯ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধের জেরে এ অগ্নিসংযোগ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন প্রীতম সোহাগ।
তিনি জানান, রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত কয়েকজন তার বাড়ির গেটের সামনে আগুন লাগিয়ে যায়। এতে ফটকের পাশে রাখা তার স্ত্রীর স্যান্ডেল, পাপোস ও বৈদ্যুতিক কার্ড মিটার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের ক্ষতি হয়নি, আগুন কিছু সময় পরই নিভে যায়।
সোমবার সকালে পাশের বাড়ির লোকজন বিষয়টি জানালে তিনি বাইরে এসে ঘটনাটি দেখতে পান।
প্রীতম সোহাগ বলেন, রাতে আমি ও আমার স্ত্রী বাড়ি ফিরে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে জানতে পারি, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার পাওয়া গেছে। আমার চাচাতো ভাই রাত সাড়ে ১২টার দিকে দেখেছেন, একটি মোটরসাইকেলে তিনজন আমার বাড়ির দিক থেকে বের হয়ে যাচ্ছে। ধারণা করছি, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।
রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি আরও বলেন, আমার বিরোধীরা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন আতঙ্ক সৃষ্টি করতে এমন ন্যক্কারজনক কাজ করছে। আমি আন্দোলনের রাজনীতিতে ভয় পাই না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির গেইটে আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন