

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় দ্রুত ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মজিবর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৫০) নিহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজাকান্দা গ্রামে।
পুলিশ জানায়, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী মাস্টার বাড়ির দিকে যাচ্ছিলেন। ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় আসলে।
এ সময় দ্রুত ঢাকাগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়।
এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওই পরিদর্শক।
মন্তব্য করুন