সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষে মনোনয়ন দৌড়ে ৩ প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
শেখ সুজাত মিয়া, ড. রেজা কিবরিয়া ও ছাবির আহমদ চৌধুরী
expand
শেখ সুজাত মিয়া, ড. রেজা কিবরিয়া ও ছাবির আহমদ চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। কে পাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীক—এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে।

জাতীয় পর্যায়ে বিএনপি ইতোমধ্যে ৩০০ আসনের মধ্যে ২৩৭টির প্রার্থিতা ঘোষণা করেছে। তবে হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীর নাম প্রকাশ পেলেও হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের প্রার্থী এখনো নির্ধারিত হয়নি।

দীর্ঘদিন ধরে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন সাবেক সংসদ সদস্য, যুক্তরাজ্যপ্রবাসী ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া। স্থানীয় নেতাকর্মীদের বড় একটি অংশ তার মনোনয়ন প্রায় নিশ্চিত বলে মনে করছেন।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে শেখ সুজাত মিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে পারেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।

২০১৮ সালের নির্বাচনে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারের নির্বাচনে বিএনপি যদি জোটগত কৌশল নেয় বা কেন্দ্রীয় পর্যায়ে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত দেয়, তাহলে ড. রেজা কিবরিয়া পুনরায় এই প্রতীকের মনোনয়ন পেতে পারেন—এমন আলোচনা জোরেশোরে চলছে।

অন্যদিকে, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ব্যাপক জনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ে তার সক্রিয়তা এবং স্থানীয় জনপ্রিয়তা ইতোমধ্যে আলোচনায় এসেছে।

তিন প্রার্থীর এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নবীগঞ্জ–বাহুবলের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে কে হবেন বিএনপির মনোনীত প্রার্থী—তা নিয়ে জল্পনা, কল্পনা, আলোচনা ও বিশ্লেষণ।

সবাই এখন অপেক্ষায়—চূড়ান্ত মনোনয়ন কার হাতে যাচ্ছে, সেই ঘোষণার প্রতীক্ষায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন