সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
নিহত ছাত্রদল নেতার স্বজনদের আহাজারি
expand
নিহত ছাত্রদল নেতার স্বজনদের আহাজারি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এ সময় ছাত্রদলের এক নেতা মারা গেছেন।

নিহত ছাত্রদল নেতার নাম তানজিন আহমেদ মিঠু (৩০)। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমর্থক এবং উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

চিকিৎসকরা জানান, মিঠুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়ন নিয়ে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন ও আহমেদ তায়েবুর রহমান হিরন পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রোববার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ইকবাল হোসেনের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হিরন সমর্থকরা হামলা চালায়। এতে বিক্ষুব্ধ ইকবালপন্থীরা পাল্টা হামলা চালিয়ে হিরন সমর্থকদের মহিলা সমাবেশের মঞ্চে ব্যাপক ভাঙচুর করে।

দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এ সময় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, ‘দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক তায়েবুর রহমান হিরন সাংবাদিকদের বলেন, ইতিহাসের জঘন্যতম হামলার ঘটনা ঘটেছে আজ, যা আমরা কোনদিন প্রত্যাশা করি না।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ‘এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। তবে সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

এদিকে শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০ টি রামদাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে সংঘর্ষের ঘটনার পর দলে অশান্তি ও বিশৃঙ্খলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তায়েবুর রহমান হিরন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে তাঁদেরকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন