সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
গ্রেপ্তারকৃত রহিমা বেগম (৩৭)।
expand
গ্রেপ্তারকৃত রহিমা বেগম (৩৭)।

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলো রহিমা বেগম (৩৭)।

শনিবার গভীররাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়াস্হ ছুরত আলমের বাড়ির সামনে এ অভিযান চালানো হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার উপ পরিদর্শক সঞ্জিত কুমার মণ্ডল ও সহকারী উপ পরিদর্শক আব্দুল মোমিন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক বলেন মাদক নির্মূলে উখিয়া থানা পুলিশ সবসময় সতর্ক ও তৎপর। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত রহিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোর্পদ্দ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন