সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বিএনপি অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের বরণ করে নেন
expand
জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের বরণ করে নেন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রবিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেন। প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন সেক্রেটারি কুতুবউদ্দিন, আলহাজ ফিরোজ, এবং গোপালপুর ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহিন হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

বক্তারা নবযোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ইসলামী আদর্শে সমাজ পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন