সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর নগরবাসীর নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার : ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
গাজীপুরের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান
expand
গাজীপুরের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেছেন, “গাজীপুর মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই আমরা গর্বিত।”

রবিবার (৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের হাতিয়াবো এলাকায় নবনির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান বলেন, “দীর্ঘদিনের জনদাবির পর হাতিয়াবো এলাকায় স্থাপিত এই নতুন পুলিশ ফাঁড়ি অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “এলাকার ঘন বন ও নির্জন রাস্তাগুলোতে প্রায়ই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটত। থানা ও টহল পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও এসব অপরাধ পুরোপুরি দমন করা যাচ্ছিল না। স্থানীয়দের সহযোগিতায় স্থাপিত এই ফাঁড়ি নাগরিকদের নিরাপদ চলাচলে কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি জানান, বর্তমানে জিএমপির অধীনে আটটি থানা রয়েছে। “আমরা চাই ১৬টি থানা গঠন করতে, যাতে অপরাধ দমন ও তদারকি সহজ হয়। জনবল সংকট থাকলেও ইতোমধ্যে ২,৮০০ জনবল চেয়ে আবেদন করা হয়েছিল, যার বিপরীতে ৪০০ জন পাওয়া গেছে। আশা করছি, শিগগিরই বাকি জনবলও মিলবে,” বলেন তিনি।

গাজীপুরকে শিল্পনগরী হিসেবে উল্লেখ করে কমিশনার জাহিদুল বলেন, “এখানে কর্মসংস্থানের পাশাপাশি অপরাধের প্রবণতাও বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। সম্প্রতি টঙ্গী পূর্ব থানায় ছিনতাই বেড়ে গেলেও আমরা ৬১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

তিনি নাগরিকদের উদ্দেশে আহ্বান জানান, “চুরি, ছিনতাই ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিন। শিগগিরই হাতিয়াবো এলাকার রাস্তাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক সোহান, উপ-পুলিশ কমিশনার জাহিদ হাসান ভূঁইয়া, শফিকুল ইসলাম, মহিউল ইসলাম, রবিউল ইসলাম, সহকারী কমিশনার দ্বীন-ই-ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন—গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, হেফাজতে ইসলামের সেক্রেটারি এবাদত ইসলাম, জামায়াত প্রতিনিধি সাদিকুজ্জামান, সাবেক মেম্বার আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন প্রমুখ।

হাতিয়াবো এলাকা দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ঘন বন ও পর্যাপ্ত সড়কবাতি না থাকায় স্থানীয়রা রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগতেন। স্থায়ী পুলিশ ফাঁড়ি চালু হওয়ায় এলাকাবাসী আশাবাদী—এবার নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে।

জিএমপির কর্মকর্তারা মনে করছেন, রাজধানীর উপকণ্ঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে হাতিয়াবো পুলিশ ফাঁড়ি একটি “মাইলফলক পদক্ষেপ” হিসেবে ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন