সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারকেলগাছে উঠে বিপর্যয়, ফায়ার সার্ভিসে উদ্ধার মান্নান

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
ফায়ার সার্ভিসে উদ্ধার মান্নান
expand
ফায়ার সার্ভিসে উদ্ধার মান্নান

বরিশালের বাকেরগঞ্জে নারকেলগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন আব্দুল মান্নান (৫৮) নামের এক শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

রবিবার (৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার টিঅ্যান্ডটি সড়কে সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ খানের বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে মান্নান গাছে ওঠেন। এ সময় গাছের ডালের সঙ্গে থাকা পুরনো বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে উদ্ধারকর্মীরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে মান্নানকে নিচে নামিয়ে আনেন।

আরিফুর রহমান বলেন, “দুপুর পৌনে ১২টার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। মান্নান তখন অচেতন ছিলেন। তাকে দ্রুত নিচে নামিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।”

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মান্নান বর্তমানে শঙ্কামুক্ত।

স্থানীয়দের অভিযোগ, গাছটির পাশে থাকা পুরনো বৈদ্যুতিক তার দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ তারগুলো অপসারণের কাজ চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন