

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, জেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষামুখী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি ও মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। এসব অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান জেলা প্রশাসক। এছাড়া জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য গ্রাম্য আদালতকে আরও সক্রিয় করার আহ্বান জানান তিনি। সভায় পুলিশ সুপার মাহফুজুর রহমান, সেনাবাহিনীর কুড়িগ্রাম জেলা ক্যাম্প কমান্ডার মেজর জাবেদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা এবি পার্টির সভাপতি ডা. নজরুল ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, জেলা সমাজসেবার উপ-পরিচালক হুমায়উন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ আলম, সাংবাদিক সাইয়েদ বাবু প্রমুখ।
মন্তব্য করুন