রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‎ভূরুঙ্গামারীতে মা-বাবা কে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার ‎

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
মা-বাবা কে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার ‎
expand
মা-বাবা কে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার ‎

‎বৃদ্ধ মা-বাবা কে নির্যাতন করার অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলে মাসুদ রানা (৩২) ও কুদরত-ই-হৃদয়(২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎ ‎শনিবার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বসত বাড়ি থেকে তাদকে গ্রেপ্তার করা হয়। ‎ ‎গ্রেপ্তারকৃত মাসুদ রানা (৩২) ও কুদরত-ই-হৃদয়(২২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুল বারীর ছেলে। ‎ ‎পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল । এরই জেরে প্রায়ই তারা মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ‎ ‎গত ২ নভেম্বর নাতনির সাথে কথা বলাকে কেন্দ্র করে মা মনোয়ারা বেগম ও বাবা আব্দুল বারীকে বেধরক মারপিট করে তাদের দুই ছেলে। এতে বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায় এবং উভয়ের শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম হয়। ‎ ‎পরে গত শনিবার মা মনোয়ার বেগম (৫০) বাদী হয়ে তার দুই ছেলে মাসুদ রানা ও কুদরত-ই-হৃদয় এবং পুত্রবধূ সিমু আক্তারকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদেক গ্রেফতার করে। ‎ ‎ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, মা-বাবা কে মারপিটের মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদেক কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন