

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান (পিস্তল), ৩ রাউন্ড গুলি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।
শনিবার (৮ নভেম্বর) মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সেনা অভিযানে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। গাংনী সেনাবাহিনী ক্যাম্প দুপুরে প্রেস
বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি দল অভিযানটি চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধ চক্রটি পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া ১টি ওয়ান শুটারগান (পিস্তল), ৩ রাউন্ড গুলি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করা গাংনী সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বল প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ বনি আমিন এনপিবি নিউজ কে জানান, সেনাবাহিনী দুপুরে পিস্তল গুলি ও দেশীয় অস্ত্র জমা দিয়েছে থানায়। এ বিষয়ে পুলিশ একটি মামলা দায়ের করছে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে। ঘটনাটি পুলিশ সহ গোয়েন্দা সংস্থা তদন্ত কাজ শুরু করেছে।
মন্তব্য করুন