রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জিয়ানগরে গ্রীণফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা 

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
গ্রীণফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা 
expand
গ্রীণফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা 

পিরোজপুরের জিয়ানগরে গ্রীণফোর্স বাংলাদেশের উদ্যোগে “দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জিয়াগনর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গ্রীণফোর্স বাংলাদেশের উপজেলা সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু। প্রধান অতিথি ছিলেন গ্রীণফোর্স বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডাঃ এম. এম. হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর জাহিদুল ইসলাম, জেলা গ্রীণফোর্স সভাপতি মইনুল আহসান মুন্না, সহ-সভাপতি খালেদা আক্তার হেনা ও ওয়াহিদ মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা দুপ্রক সভাপতি গাজী হেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান, সাংবাদিক কে. এম. শামীম রেজা প্রমুখ।

বক্তারা গ্রীণফোর্স বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সমাজ থেকে দূর্নীতি নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন