

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মন্দিরের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জের তাড়াশের ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দির কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ।
রবিবার দুপুর ২টার দিকে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণেই এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সেবায়েত আশুতোষ সান্যাল বলেন, একসময় জায়গাটি "ক তফসিল" ভুক্ত থাকলে আমরা সেটা আদালতের মাধ্যমে অবমুক্ত করে সরকারকে ৫৩ বছরের খাজনার টাকা পরিশোধের মাধ্যমে মন্দিরের সম্পত্তি হিসেবে পাই।
সেই সম্পত্তি উপজেলার উষাকোল গ্রামের কিছু মানুষ জোর করে দখলের চেষ্টা করছে। বাধা দিলে হুমকি-ধামকি দিচ্ছে। এছাড়াও তাদের কাছে চাঁদা দাবির পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আর ওই সম্পত্তি ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দিরের দখলেই থাকবে জানিয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, সেটি না মেনে কেউ দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন