রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমান যত সংকট সব তৈরি করা সাজানো নাটক: মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান যত সংকট দেখা যাচ্ছে সব তৈরি করা সাজানো নাটক। গ্রামের মানুষ অতো কিছু বোঝেনা তারা বোঝে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের কথা বুঝে না। তারা তো নির্বাচিত সরকার না। তাদের পেছনে কোন লোকজন নেই। তাই নির্বাচিত সরকার প্রয়োজন।

বর্তমানে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। যদি নিবার্চনে সরকার গঠন করে বিএনপি তাহলে কৃষক তার দাম পাবে। কৃষকের পাশে থাকবে বিএনপি। এছাড়াও জনগণের জন্য ফ্যামিলি কার্ড করা হবে।

ফখরুল ইসলাম বলেন, হাসিনা পালিয়ে গিয়ে অসহায় অবস্থায় রেখে গেছে তার দলের নেতাকর্মীদের। তারা মানুষকে এতো বেশি নির্যাতন করেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ ছিল। আমরা বিএনপি দেশ ছেড়ে কখনো পালাইনি। এ দেশের মাটিতেই শেষ পর্যন্ত থাকতে চাই এবং মরতে চাই।

তিনি বলেন, জুলাইয়ে যেভাবে ছাত্র জনতা যুদ্ধ করেছে। একইভাবে যুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। তবে পার্থক্য হলো ৭১ সালে পাকিস্তান বাহিনীর সাথে আমাদের দেশের লোকেরা অর্থাৎ রাজাকারেরা দোসররা ছিল। আর ২৪ সালে হাসিনার পুলিশ বাহিনী হত্যা করেছে।

ফখরুল আরো বলেন, যুদ্ধ হওয়ার পরেও সংকট রয়ে গেছে। এ সংকট তৈরি করা হচ্ছে। এখন মার্কা হচ্ছে দুইটা একটি হচ্ছে ধানের শীষ একটি দাঁড়িপাল্লা। কারণ নৌকা নাই। তাই ধানের শেষে ভোট দিয়ে সরকার গঠন করলে রাস্তাঘাট, ব্রিজ কালভার, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু উন্নয়ণ করা হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

আজ রোববার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন, জগনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন