

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ২০২৫ (শনিবার) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা ইমাম উলামা পরিষদ এর উদ্যোগে এ আলোচনা সভা ও গণমিছিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি ও তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক ও একই মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের আহমাদ।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাচাইল কাছেমুল উলুম মাদ্রাসার মাঠে সমবেত হন এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কাদিয়ানি সম্প্রদায় ইসলামের মূল আকিদা ও বিশ্বাসের পরিপন্থী মতবাদ প্রচার করছে, তাই তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
আলোচনা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে একটি গণমিছিল বের হয়। মিছিলটি তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়ে তাড়াইল কবরস্থান হয়ে তাড়াইল থানার সামনে দিয়ে পুনরায় মাদ্রাসা মাঠে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দুপুর ১২টা ৩৫ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
গণমিছিলে প্রায় ৬শতাধিক বিভিন্ন মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
মন্তব্য করুন