রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
আবু সাঈদ
expand
আবু সাঈদ

পিরোজপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারের সাম্প্রতিক পদক্ষেপের অংশ হিসেবে ১৫টি জেলায় নতুন ডিসি নিয়োগ এবং ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে ৯টি জেলায় ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে পিরোজপুরের নতুন ডিসি হিসেবে আবু সাঈদের নাম অন্তর্ভুক্ত।

এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম খান, যিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তার পূর্ববর্তী দায়িত্ব ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে। ডিসি হিসেবে থাকাকালীন তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছেন, ভারানি খাল খননের উদ্যোগ নিয়েছেন এবং শহরের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ ও সাজসজ্জা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন