

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ছালা উদ্দিন (৩৬)। তিনি সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, ৫ আগস্টের পর থেকে ছালা উদ্দিন এলাকায় বেশ সক্রিয় হয়ে ওঠেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুর উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন,
“ছালা উদ্দিন আমাদের কমিটির যুগ্ম আহ্বায়ক। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়িত থাকে, তার দায় সংগঠন নেবে না।”
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, “শুক্রবার রাতে ভোরবাজার এলাকায় অভিযান চালিয়ে ছালা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।”
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন