

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“মনোবল, সাহস আর হাতে রেখে হাত —নতুন স্বদেশে আনি আলোর প্রভাত।” এই স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শাখার পরিচালক মো. রাকিব হাসান নয়ন। ব্যবস্থাপনায় ছিলেন সহকারী পরিচালক জামিল আহমেদ, এবং সঞ্চালনা করেন তনেক আহমেদ ও মো. দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মো. আবুল হাসান, অধ্যক্ষ, যোগেন্দ্র কিশোর অ্যান্ড হরেন্দ্র কিশোর হাই স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ।
প্রধান বক্তা ছিলেন মো. আজহারুল ইসলাম, ম্যানেজার, ইউনিয়ন ব্যাংক, হবিগঞ্জ সদর শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক, ফুলকুঁড়ি আসর, আব্দুল কাইয়ুম, সহকারী প্রধান শিক্ষক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, প্রকৌশলী আজহারুল ইসলাম রাফি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, হবিগঞ্জ, মো. শফিকুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), দি রোজেস কালেক্টর স্কুল, এবং মুত্তাসিম বিল্লাহ মাসুম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, ফুলকুঁড়ি আসর।
অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, ক্বিরাত, সংগীত, কবিতা আবৃতি ও বিজ্ঞান মেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ১১০ জন শিশু-কিশোরকে পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন