

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের পোশাক পরে মোবাইল টেলিকম ব্যাংকিং ব্যবসার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. সজীব হোসেন (২৭) র্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
গত শুক্রবার দুুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজের পশ্চিম অংশে এ ঘটনা ঘটে।
অভিযোগে সূত্রে জানাযায় , শুক্রবার বেলা ১২টার দিকে সজীব হোসেন কালো রঙের একটি ব্যাগের মধ্যে ২৫ লাখ টাকা নিয়ে গুলিস্তান হতে স্বদেশ পরিবহনে চড়ে মদনপুরস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পরে দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জের চিটাগাংরোড সংলগ্ন সাজেদা ফাউন্ডেশনের সামনে পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস ভুক্তভোগীকে বহন করা বাসটির গতিরোধ করে সামনে ব্যারিকেড দেন।
এসময় মাইক্রোবাসে থাকা অজ্ঞাত পরিচয়ের চার ছিনতাইকারী ভুক্তভোগীকে বাস থেকে হাতকড়া পরিয়ে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তখন ছিনতাইকারী দলের মধ্যে দুইজন র্যাবের পোশাক (কটি) ও দুইজন সিভিল পোশাকে ছিল। পরবর্তীতে ভুক্তভোগী সজীবের চোখে গামছা বেঁধে মারধর করে এবং তার সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেওয়া হয়।
এদিকে সজীব হোসেন জানান, দুর্বৃত্তরা আমাকে মারধর করার পর দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাঈম-উল হক বলেছেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি । ছিনতাইয়ের ঘটনা নিয়ে ইতোমধ্যে আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে। আমরা তদন্ত করছি।
মন্তব্য করুন