রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়া-টেকনাফে জামায়াতের প্রতিনিধি সম্মেলন

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়
expand
শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মিয়ানমারের সীমান্তবর্তী জনপদ হিসেবে উখিয়া-টেকনাফ বিশ্বব্যাপী পরিচিত।

রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়স্থল হওয়ায় এই এলাকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শান্তিকামী বিশ্ববাসীর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি এই গুরুত্বপূর্ণ জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধি আজ সুদূর পরাহত।

তিনি বলেন, সীমান্ত জনপদের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সেক্রেটারি ও আসন পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি—যে বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজিকে স্থান দেবে না। নতুন বাংলাদেশ হবে সাম্য, শান্তি, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র।

তিনি বলেন, সামাজিক সুবিচার ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের মানুষ দীর্ঘ সাড়ে সতেরো বছর অপেক্ষা করেছে। মানুষের ভোটাধিকার ও ক্ষমতায়নের জন্য আমরা ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছি এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি চেয়েছি।

সরকার সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া উচিত বলে আমরা মনে করি।

কিন্তু একটি বড় দল নেতিবাচক মনোভাব পোষণ করায় সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে।

জনগণ যদি জুলাই সনদকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সমর্থন জানায়, তাহলে দেশ নতুন কাঠামোতে অগ্রসর হবে; আর যদি ‘না’ ভোট দেয়, তাহলে আমরা জনগণের রায় মেনে নেব। তবে পুরোনো বন্দোবস্তে বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না।

প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী বলেন, আমরা উখিয়া-টেকনাফের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ও দুর্নীতি প্রতিরোধ করে উখিয়া-টেকনাফ জনপদের মানুষের সম্মান, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের লক্ষ্যে সকল ষড়যন্ত্র ও ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উখিয়া উপজেলা নায়েবে আমির ও আসন সচিব মাওলানা নূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল ও টেকনাফ উপজেলা আমির মাওলানা রফিকুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটকেন্দ্র প্রতিনিধিবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন