রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভালুকায় বিএনপির র‌্যালি 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভালুকায় বিএনপির র‌্যালি 
expand
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভালুকায় বিএনপির র‌্যালি 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে বিএনপি।

এই ঐতিহাসিক দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে ভালুকা উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের ২২ ফিট সড়ক থেকে বর্ণাঢ্য র‌্যলি বের হয়। র‌্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ন আহ্বায়ক গোলজার হোসেন, ওসমান গনি মল্লিক মাখন, ভালুকা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য বাহারুল ইসলাম ঢালী, আব্দুল কাইয়ুম সরকার রিপন, আ. রহিম, আবু সাঈদ তালুকদার, সোহেল তালুকদার, মো. ইলিয়াস মন্ডল, বিএনপি নেতা মো. কাইয়ুম সরকার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, সাবেক কৃষক দলের দপ্তর সম্পাদক মো. ওসমান মুন্সী, উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রিয়াদ পাঠান, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেকেই।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, এই ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। সেই পটভূমিতে যদি দেশের ক্ষমতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে তুলে দিতে না পারতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ভূলন্তিত হওয়ার আশঙ্কা ছিল। তাই এই দিনটি বাংলাদেশের মানুষের কাছে অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বহন করে। তাই এই দিনে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, ৭১ এর স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন