

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮নভেম্বর) সকাল ১০টায় খামার পাইকশা স্কুল মাঠ প্রাঙ্গণে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত খাদেম আলী মন্ডল ছিলেন খামার পাইকশা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর আইন অনুযায়ী একমাত্র জীবিত ভাই মৃত আবেদ আলী মন্ডল উক্ত সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী হন।
পরবর্তীতে আবেদ আলী মন্ডলের পুত্র মোঃ আব্দুল হালিম ও কন্যা মোছাঃ আমিনা বেগম বৈধভাবে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছেন।
তবে অভিযোগ করা হয়, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রামের মৃত রইচ উদ্দিন ও মৃত সাবেদন দম্পতির পুত্র মোঃ রহমত আলী মন্ডল প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর জাতীয় পরিচয়পত্রে পিতার নাম পরিবর্তন করে মৃত খাদেম আলী মন্ডল উল্লেখ করেছেন।
তাঁর জন্ম তারিখ ১৭ আগস্ট ১৯৩৮ এবং ভোটার আইডি নম্বর ১৯২০০৩৪৬২৪। যদিও তিনি ভোটার আইডিতে জন্মস্থান হিসেবে খামার পাইকশা, ডাকঘর পাইকশা-৬৭০০, সিরাজগঞ্জ সদর উল্লেখ করেছেন, প্রকৃতপক্ষে তাঁর ঠিকানা রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রাম।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রায় এক যুগ আগে খাদেম আলী মন্ডলের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে রহমত আলী এই নাম-পরিবর্তনের কাজটি গোপনে সম্পন্ন করেন।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর তিনি মৃত খাদেম আলী মন্ডলের পুত্র দাবী করে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ থেকে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করেন। পরে সেই সনদের মাধ্যমে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের লাহেড়ী বাড়ী মৌজাসহ বিভিন্ন জায়গায় মৃত খাদেম আলী মন্ডলের নামে থাকা সম্পত্তিতে নিজের নাম ওয়ারিশসূত্রে নামজারি করে বিক্রির চেষ্টা চালাচ্ছেন।
মন্তব্য করুন