রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
নিহত চান মিয়া (৪০)
expand
নিহত চান মিয়া (৪০)

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চান মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরোও দু'জন।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা সদরের ভুল্লী থানাধিন ভুল্লী ডিগ্রি কলেজের সামনে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহীরা ভূল্লী থেকে শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ওপর দু'জনকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে রংপুর রেফাড করেন।

এ বিষয়ে ভুল্লীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি ধরতে চেষ্টা চলছে। পরিবারের কাছে লাস হস্তান্তর করা হয়েছে এবং নিহতের পরিবার অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন