রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় পিস্তল সদৃশ গ্যাস লাইটার উদ্ধার, গ্রেপ্তার ২

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
উখিয়ায় এপিবিএনের অভিযানে গ্রেফতারকৃত দুইজন
expand
উখিয়ায় এপিবিএনের অভিযানে গ্রেফতারকৃত দুইজন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পিস্তল সদৃশ বস্তু সহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

পরে পরীক্ষা-নিরীক্ষার পর এটি পিস্তল আকৃতির একটি গ্যাস লাইটার।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার বালুখালী ৮ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৯ ব্লকের বাসিন্দা কবির আহমদের পুত্র মোঃ ইয়াহিয়া (২৬), ও একই রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা মৃত ওমর ফারুকের পুত্র নবী হোসেন (২৫)। আটককৃতদের শুক্রবার রাতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ-১০ ব্লক এলাকায় এ অভিযান চালানো হয়।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।গ্রেফতার দুইজনকে উদ্ধারকৃত বস্তুসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -২০, তারিখ ০৭/১১/২০২৫ খ্রি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন