রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন না পেলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মতিয়ার রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
মতিয়ার রহমান তালুকদার
expand
মতিয়ার রহমান তালুকদার

বিএনপির মনোনয়ন না পেলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, তিনি যদি স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামেন, তাহলে বিএনপির জন্য এ আসনে জয় পাওয়া কঠিন হয়ে পড়বে।

রাজনৈতিক ইতিহাস ঘেঁটে দেখা যায়, তৎকালীন বরগুনা-৩ আসন থেকে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন মতিয়ার রহমান তালুকদার। পরবর্তীতে তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমান তালুকদারের কাছে অল্প ব্যবধানে পরাজিত হন তিনি। এরপর ২০০১ সালের নির্বাচনে সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে শেখ হাসিনার কাছে হেরে যান। তবে শেখ হাসিনা তিনটি আসন থেকে জয়ী হওয়ায় এই আসনটি ছেড়ে দেন।

তখন বিএনপি সরকার গঠন করলে তিন মাসের মাথায় ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি প্রার্থী হিসেবে মতিয়ার রহমান বিপুল ভোটে জয় পান। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বরগুনার তিনটি আসন পুনর্গঠন করে দুইটি আসনে রূপান্তর করে। বর্তমানে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪ জন।

মতিয়ার রহমান তালুকদার বলেন, ১৯৮৮ সাল থেকেই আমতলী ও তালতলীকে নিজের এলাকার মতো গড়ে তুলেছি। তাই এখানকার মানুষ আমার ওপর আস্থা রাখে। বরগুনা সদরের চেয়ে এই দুই উপজেলায় ভোটার বেশি, এবং আমি বিশ্বাস করি—এই দুই এলাকার জনগণ আমাকেই বিজয়ী করবে।

বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য এই নেতা জানান, তিনি এখনো দলীয় মনোনয়নের অপেক্ষায় আছেন। তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমি দলের সিদ্ধান্তের অপেক্ষা করব। পাশাপাশি অন্য দল থেকেও মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছি।

মতিয়ার রহমান আরও জানান, শুনেছি, কিছু আসনে দল মনোনয়ন পুনর্বিবেচনা করবে। তাই শেষ পর্যন্ত আমি আশা রাখছি, বিএনপিই আমাকে প্রার্থী করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন