

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকাল সারে ১০ টায় উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম হায়দার আলীর পরিচালনায় উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি, সমাবেশ, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, ৭ নভেম্বর শুধু একটি তারিখ নয় এদিন সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের ঐক্যে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল।
১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল।
৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা।
সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রশিদ মাসুদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার প্রমুখ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে দিবসটি পালন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।
মন্তব্য করুন